নিজস্ব প্রতিবেদক, হিলি:
অবৈধপথে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটক হয়ে আড়াই থেকে ৩বছর মেয়াদে কারাভোগ শেষে নিজ দেশে ফিরে গেলেন ভারতীয় ৩ নাগরিক।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় হিলি সীমান্তের চেকপোষ্ট গেটের শুন্যরেখায় বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে ভারত ও বাংলাদেশের ইমিগ্রেশন পুলিশ তাদের হস্তান্তর গ্রহন করেন। দেশে ফেরত যাওয়া ভারতীয়রা হলেন, মানিক দেবনাথ, কাজু মোহাম্মদ, আকেল মোহাম্মদ, তাদের বাড়ি ভারতের বালুরঘাট ও দক্ষিন দিনাজপুরে। এরা বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছিলেন।
হিলি ইমিগ্রেশন চেকপোষ্টের ওসি সেকেন্দার আলী বলেন, তিন ভারতীয় নাগরিক বাংলাদেশের বিভিন্ন জেলখানায় ও কিশোর সংশোধনাগারে বন্দি ছিলেন। দুই দেশের মাঝে দীর্ঘ পত্রালাপের মাধ্যমে আদালত থেকে তাদের মুক্তির আদেশ দেওয়া হয়। আজকে আমরা তাদেরকে ভারতীয় কতৃপক্ষের নিকট বুঝিয়ে দিলাম।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …