রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / কবিতা / আহম্মেদ সাবের এর কবিতা “এক কোটি বছর ভালবাসতে হবে আমাকে”

আহম্মেদ সাবের এর কবিতা “এক কোটি বছর ভালবাসতে হবে আমাকে”

“এক কোটি বছর ভালবাসতে হবে আমাকে”

তোমার জন্য একটি শীতের রাত আমি নির্ঘুম কাটিয়েছি,
তোমার জন্য একটি গ্রীষ্মের দুপুর আমি শুধু রাস্তায় হেঁটেছি।
যদি বলি তার মূল্য দিয়ো,
বিনিময়ে এক কোটি বছর ভালবাসতে হবে আমাকে।

তোমার দিকে তাকিয়ে কত ফুলের রং আমি বেমালুম ভুলে গেছি,
তোমার মুখপানে চেয়ে ভাদ্রের চাঁদ আমি তুচ্ছ ঘোষণা করেছি।
যদি বলি তার মূল্য দিয়ো বিনিময়ে এক কোটি বছর ভালবাসতে হবে আমাকে।
তোমার ভাবনায় নিকোটিনের গাঢ় স্বাদ,
আমাকে স্পর্শ করতে পারেনি।

তোমার জন্য একটি ক্রিকেট ম্যাচ,
আমাকে টিভির সামনে বসিয়ে রাখতে পারেনি।
যদি বলি তার মূল্য দিয়ো বিনিময়ে এক কোটি বছর ভালবাসতে হবে আমাকে।
তোমার জন্য একটি বৃষ্টির দিনে আমি বিরহ প্রহর গুনেছি।
তোমাকে সামনা-সামনি দেখব বলে একটি সকাল আমি না খেয়ে পার করেছি।
যদি বলি তার মূল্য দিয়ো, বিনিময়ে এক কোটি বছর ভালবাসতে হবে আমাকে।

তোমার জন্য লালকে আমি আমার প্রিয় বলে ঘোষণা করছি,
তোমার কালো কেশগুলো নিয়ে ভেবে আমি একটি শরতের বিকেল কাটিয়ে দিয়েছি। য
দি বলি তার মূল্য দিয়ো,
বিনিময়ে এক কোটি বছর ভালবাসতে হবে আমাকে।
তোমার হাতের স্পর্শ পেয়ে আমি অন্য অনুভূতিগুলো হারিয়ে ফেলেছি,
তোমার মুখের হাসির জন্য আমি একদিন খুন হয়েছি!

যদি বলি তার মূল্য দিয়ো,
বিনিময়ে এক কোটি বছর ভালবাসতে হবে আমাকে।
তুমি যদি বলো,
এক কোটি বছর ভালবাসতে হবে কেনো?
বলবো আমি,
তোমায় প্রেমগুলো সস্তায় দিয়ে দিলাম।

লেখক: আহম্মেদ সাবের

আরও দেখুন

কবি নাজনীন নাহার এর কবিতা “আমি মানুষ’’

আমি মানুষ! নাজনীন নাহারআমি মানুষ!হ্যাঁ আমি মানুষ।আমি অমানুষের করি নাশ,মানচিত্র থেকে মুছে দেবো আমি অমানুষদের …