সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / আহম্মেদপুর ডিগ্রী(অনার্স) কলেজ শাখা ছাত্রলীগের সম্মেলন ২৮ অক্টোবর

আহম্মেদপুর ডিগ্রী(অনার্স) কলেজ শাখা ছাত্রলীগের সম্মেলন ২৮ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রামঃ
আহম্মেদপুর ডিগ্রী(অনার্স) কলেজ শাখা ছাত্রলীগের সম্মেলনের তারিখ ঘোষণা করেছে বড়াইগ্রাম উপজেলা ছাত্রলীগ। ঘোষিত তারিখ অনুযায়ী আগামী ২৮ অক্টোবর অনুষ্ঠিত হবে আহম্মেদপুর ডিগ্রী(অনার্স) কলেজ শাখা ছাত্রলীগের সম্মেলন।

বড়াইগ্রাম উপজেলা ছাত্রলীগের সভাপতি সাহাবুল ইসলাম সরদার ও সাধারণ সম্পাদক মানিক রায়হান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ বড়াইগ্রাম উপজেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, বাংলাদেশ ছাত্রলীগ আহম্মেদপুর ডিগ্রী(অনার্স) কলেজ শাখার সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আগামী ২৮ অক্টোবর ২০১৯ সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। উক্ত ইউনিটকে যথাসময়ে সম্মেলনর আয়োজনের নির্দেশ প্রদান করা হলো।

১৯৯৩ সালে প্রতিষ্ঠিত আহম্মেদপুর ডিগ্রী(অনার্স) কলেজ। দীর্ঘ ২৬ বছর পর বড়াইগ্রাম উপজেলা আহম্মেদপুর ডিগ্রী(অনার্স) কলেজ শাখা ছাত্রলীগের এটাই প্রথম সম্মেলন। ছাত্র-ছাত্রীরাদের দাবি আহম্মেদপুর ডিগ্রী(অনার্স) কলেজে ছাত্রলীগ সভাপতি/সাধারণ সম্পাদক যেন সৎ, যোগ্য ও অবিবাহিত হয় এবং আওয়ামী লীগ পরিবারের হয়।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …