শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / কবিতা / আসাদুজ্জামানের কবিতা “বাসনা’’

আসাদুজ্জামানের কবিতা “বাসনা’’


বাসনা

আসাদুজ্জামান আসাদ

হে প্রিয়া তুমি যে কত সুন্দরী আমি বোঝাবো কেমন করে
ভালে লাগাতেই ভালো বেসেছি তোমায় দোষ দিওনা মোরে।
আমি ভালো বেসেছি কেমন
সত্য বলে জানিও তখন তুমি তোমার আঁখিতে যেদিন দেখিবে রঙ্গিন স্বপন।
মন যে আমার দিয়েছে কথা তোমাকে দেখার পরে
তোমার সাজানো ফুলের মুকুলে মন যাবে মোর ভরে।
অবহেলা করোনা প্রেমের একটু সুবাসও পেলে
নইলে খুজে ফিরেই পাবেনা জীবন কখনও দিলে।
অভাগীদের প্রেমের অভাব থাকলে পুরণ কর
সত্যি কারের প্রেম দিয়ে আজ নতুন নিগুড়ি গড়।
অসত্যের কাছে প্রেম নিবেদন নত করোনা শির
ভয়েই কাঁপিবে প্রেমিকের গলা লড়ে যাবে কত বীর।
হিমালয় পর্বত চুড়ার মত বক্ষে ধারণ করিয়ে
প্রেমের শিহরণ জাগিয়ে উঠুক বিশ্বের বিস্ময় ভেদিয়ে।

লেখক: আসাদুজ্জামান আসাদ, চেয়ারম্যান নলডাঙ্গা উপজেলা।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …