নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেছে নাটোরের সিংড়ার ৪নং কলম ইউনিয়নের চেয়ারম্যান মইনুল হক চুনু। (১১ অক্টোবর ) সোমবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত কলম ইউনিয়নের বিভিন্ন গ্রামে ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে এ গণসংযোগ করেন তিনি। কলম ইউনিয়নের কলম ডিগ্রি কলেজ মাঠ হইতে মোটর সাইকেল শোভাযাত্রাটি শুরু করে কলম বাজার দিয়ে সিংড়া উপজেলা চত্বর হয়ে নুরপুর বাজারে পৌঁছায়। এ সময় সকল শ্রেণির মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করে দোয়া ও সমর্থন কামনা করেন তিনি।
গণসংযোগকালে কলম ইউপি চেয়ারম্যান মইনুল হক চুনু বলেন, নিজের এলাকার মানুষের পাশে থেকে কাজ করার লক্ষ্য নিয়েই আমি নির্বাচনী প্রচারণা চালাচ্ছি। নির্বাচন করে যদি আবারও এলাকায় প্রতিনিধি হতে পারি, তাহলে এলাকার মানুষের দুঃখ দুর্দশা দূর করার চেষ্টা করবো। তাদের সঙ্গে কাঁধে কাদ মিলিয়ে কাজ করবো। এছাড়া এলাকা মাদকমুক্ত ও ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে রূপান্তরিত করবো।
আরও দেখুন
বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …