সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / আশ্রয়ন প্রকল্পের ঘর পরিদর্শনে প্রধানমন্ত্রীর দপ্তরের পরিদর্শক দল

আশ্রয়ন প্রকল্পের ঘর পরিদর্শনে প্রধানমন্ত্রীর দপ্তরের পরিদর্শক দল

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বাগাতিপাড়ায় প্রধানমন্ত্রীর দেয়া আশ্রয়ন প্রকল্পের ঘর পরিদর্শনে প্রধানমন্ত্রীর দপ্তরের পরিদর্শক দল। শুক্রবার দুপুরে তারা উপজেলার পাঁকা ইউনিয়নের বেগুনিয়া গ্রামে যান। সেখানে গিয়ে তারা ঘরগুলি তৈরিতে যে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে তা যাচাই করেন।

এই পরিদর্শক দলে ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারী পরিচালক বদরুল ইসলাম, উপ-সহকারী পরিচালক তানিম চৌধুরি প্রমুখ।

পরিদর্শনকালে সহকারী পরিচালক বদরুল আলম জানান, যে সকল অনিয়মের অভিযোগ পাওয়া গিয়েছিল সেগুলি খতিয়ে দেখা হয়েছে এবং সে মোতাবেক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, ছোটখাটো ত্রুটি যেগুলো হয়েছে সেগুলো দ্রুত মেরামত এর নির্দেশনা দেওয়া হয়েছে। সেই সঙ্গে পরবর্তীতে কোন সমস্যা দেখা দিলে তা উপজেলা প্রশাসন অথবা জেলা প্রশাসনকে জানালে দ্রুত সমস্যার সমাধান করে দেয়া হবে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …