সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / আশিক সিংড়া উপজেলা যুবলীগ থেকে বহিস্কার

আশিক সিংড়া উপজেলা যুবলীগ থেকে বহিস্কার

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
সিংড়া উপজেলা যুবলীগের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবুল বাশার আশিককে উপজেলা যুবলীগ থেকে বহিস্কার করা হয়েছে। শুক্রবার উপজেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম শরিফ এবং সাধারণ সম্পাদক কামরুল হাসান কামরান এর যৌথ স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

চিঠিতে যুবলীগের গঠনতন্ত্র ২২ এর ক ধারায় বর্ণিত নৈতিক স্খলনজনিত সামাজিক অপরাধে যুক্ত থাকার দায়ে তাকে বহিষ্কার করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। দলীয় গঠনতন্ত্র বিরোধী অপরাধমূলক কর্মকান্ডে জড়িত থাকায় সিংড়া উপজেলা যুবলীগের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবুল বাশার আশিককে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি ও জেলা কমিটির মৌখিক নির্দেশে যুবলীগের সকল কর্মকাণ্ড থেকে অব্যাহতি দিয়ে স্থায়ী বহিষ্কার করার সুপারিশ করা হয়।

উল্লেখ্য যুবলীগের এই নেতা ‘আশিক’ গতকাল বৃহস্পতিবার উপজেলার সাত পুকুরিয়া গ্রাম থেকে ১৯৫ পিস ইয়াবাসহ র‌্যাবের হাতে আটক হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সিংড়া থানায় হস্তান্তর করা হয়।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …