শুক্রবার , ডিসেম্বর ২৭ ২০২৪
নীড় পাতা / জাতীয় / আল-আকসা মসজিদে ইসরাইলি হামলার নিন্দা বাংলাদেশের

আল-আকসা মসজিদে ইসরাইলি হামলার নিন্দা বাংলাদেশের

নিউজ ডেস্ক:
ইসরাইলি বাহিনী আল-আকসা মসজিদ চত্বরে হামলা চালানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ এবং তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। 

এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার জানায়, ইসরাইলি বাহিনী আল-আকসা মসজিদ চত্বরে নিরীহ প্রার্থনাকারী ও বেসামরিক নাগরিকদের ওপর গত ১৫ এপ্রিল ভোরে সন্ত্রাসী হামলা চালায়। এ হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং আন্তর্জাতিক চুক্তির লঙ্ঘন। বাংলাদেশ এ ঘটনায় গভীর উদ্বেগ এবং তীব্র নিন্দা প্রকাশ করছে। বাংলাদেশ বিশ্বাস করে, ধর্মের স্বাধীনতা একটি মৌলিক মানবাধিকার, যা অবশ্যই সমুন্নত রাখতে হবে এবং বিশেষ করে পবিত্র রমজান মাসে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের অধিকার নিশ্চিত করতে হবে। বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়কে এ ধরনের হামলা বন্ধ, আহত বেসামরিক নাগরিকদের চিকিৎসায় বাধা দেওয়া, গ্রেফতার বন্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানায়।

একটি সার্বভৌম ও স্বাধীন আবাসভূমির জন্য ফিলিস্তিনের জনগণের অবিচ্ছেদ্য অধিকারকে দৃঢ়ভাবে সমর্থন করে বাংলাদেশ।

আরও দেখুন

বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …