নিউজ ডেস্ক:
ইসরাইলি বাহিনী আল-আকসা মসজিদ চত্বরে হামলা চালানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ এবং তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার জানায়, ইসরাইলি বাহিনী আল-আকসা মসজিদ চত্বরে নিরীহ প্রার্থনাকারী ও বেসামরিক নাগরিকদের ওপর গত ১৫ এপ্রিল ভোরে সন্ত্রাসী হামলা চালায়। এ হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং আন্তর্জাতিক চুক্তির লঙ্ঘন। বাংলাদেশ এ ঘটনায় গভীর উদ্বেগ এবং তীব্র নিন্দা প্রকাশ করছে। বাংলাদেশ বিশ্বাস করে, ধর্মের স্বাধীনতা একটি মৌলিক মানবাধিকার, যা অবশ্যই সমুন্নত রাখতে হবে এবং বিশেষ করে পবিত্র রমজান মাসে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের অধিকার নিশ্চিত করতে হবে। বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়কে এ ধরনের হামলা বন্ধ, আহত বেসামরিক নাগরিকদের চিকিৎসায় বাধা দেওয়া, গ্রেফতার বন্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানায়।
একটি সার্বভৌম ও স্বাধীন আবাসভূমির জন্য ফিলিস্তিনের জনগণের অবিচ্ছেদ্য অধিকারকে দৃঢ়ভাবে সমর্থন করে বাংলাদেশ।