সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / আলোচনা সভার মধ্য দিয়ে নাটোরে ঐতিহাসিক ৬ দফা দাবী দিবস পালিত

আলোচনা সভার মধ্য দিয়ে নাটোরে ঐতিহাসিক ৬ দফা দাবী দিবস পালিত


নিজস্ব প্রতিবেদক:
আলোচনা সভার মধ্য দিয়ে নাটোরে ঐতিহাসিক ৬ দফা দাবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ১০ টার দিকে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরের কান্দিভিটা দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণ, এক মিনিট নিরবতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, জেলা আওয়ামী লীগ নেতা সৈয়দ মোর্তজা আলী বাবলু, অ্যাডভোকেট মালেক শেখ, পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মোস্তাক আলী মুকুলসহ দলের নেতা-কর্মীরা।

এ সময় বক্তারা স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ঐতিহাসিক ৬ দফার গুরুত্ব ও তার কর্মময় জীবনের ওপর আলোকপাত করে বক্তব্য রাখেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …