সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / কৃষি / আলু বীজ রপ্তানীর সম্ভাব্যতা যাচাই করতে নাটোরে ভুটান প্রতিনিধি দল

আলু বীজ রপ্তানীর সম্ভাব্যতা যাচাই করতে নাটোরে ভুটান প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক
নাটোর ও রাজশাহী অঞ্চলে ভুটানের বীজে চাষ করা বিভিন্ন আলু ক্ষেত পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভুটান দূতাবাসের কর্মকর্তারা। দুপুরে ভুটান দুতাবাসের বাণিজ্যিক কাউন্সিলর দোমাং ও মিনিস্টার এস বি রাই নাটোরের নলডাঙ্গার বেশ কয়েকটি প্রদর্শনী আলু ক্ষেত পরিদর্শন করেন। এর আগে তাঁরা রাজশাহীর পুঠিয়ার কিছু আলু ক্ষেত পরিদর্শন করেন।

এ সময় কাউন্সিলর বলেন, বাংলাদেশের সাথে ভুটানের চমৎকার বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। সেই সূত্রেই বাংলাদেশে ভুটানের আলু বীজ রপ্তানীর সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে। নাটোরের একটি বেসরকারি প্রতিষ্ঠানের সহায়তায় উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় পরীক্ষামূলকভাবে ভুটানী বীজের আলু রোপন করা হয়। দূতাবাস কর্মকর্তাদের আশা বাংলাদেশে প্রচলিত আলুর চেয়ে তাদের আলুর ফলন অনেক বেশি হবে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …