রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জাতীয় / আলাচনা সভা ও পুরস্কার বিতরণের মাধ্যমে নাটোরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

আলাচনা সভা ও পুরস্কার বিতরণের মাধ্যমে নাটোরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক:
“আমরা সবাই সোচ্চার বিশ্ব হবে সমতার” এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার দুপুরে মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলাচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোর ও নওগাঁ সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য রত্না আহমেদ, কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক সুব্রত কুমার সরকার, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক ফরিদা ইয়াসমিন সহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, কন্যা শিশুদের পিছিয়ে রাখা চলবে না। কারণ দেশের মোট জনসংখ্যার অর্ধেকই নারী। তাদের অংশগ্রহণ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই তাদেরকেও উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। যাতে করে বাল্য বিবাহ রোধ হয়ে তারাও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে।

পরে দিবসটি উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …