নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বাগাতিপাড়ায় আর্থিক সাক্ষরতা দিবস পালন করা হয়েছে। সোমবার সোনালী ব্যাংক বাগাতিপাড়া শাখার আয়োজনে ব্যাংক কার্যালয়ে আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করা হয়।
সোনালী ব্যাংক বাগাতিপাড়া শাখার ব্যবস্থাপক শফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাগাতিপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সাংসদের সাবেক ডেপুটি কমান্ডার আজাদ হোসেন, সাংবাদিক মঞ্জুরুল আলম মাসুম, সাংবাদিক আবদুল্লাহ-আল-অনিকসহ শাখা ব্যবস্থাপক শফিউল আলম মিশন।
জানা যায় সারাদেশে এবছরই প্রথমবারের মত আর্থিক সাক্ষরতা দিবস পালন করা হচ্ছে। এবং এখন থেকে প্রতি বছরই দিবসটি পালন করা হবে। ওই সভায় বক্তারা আর যেন কেউ টিপ সই দিয়ে ব্যাংকে আর্থিক লেনদেন না করেন সে লক্ষ্যে নিজ নিজ বাড়িতে যারা সাক্ষর করতে পারেননা তাদের সাক্ষর শেখানোর প্রতি আহ্বান জানান। সভায় ওই ব্যাংকে কর্মরত সকল কর্মকর্তা সহ সকল শ্রেণী পেশার গ্রাহকরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে গ্রাহকদের মাঝে সোনালী ব্যাংকের বিভিন্ন কর্মকান্ড সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয়।
আরও দেখুন
সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন
রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের নওগাঁর রাণীনগর …