শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / জাতীয় / আরো ১০০০ বাসে ই-টিকিট চালু হচ্ছে

আরো ১০০০ বাসে ই-টিকিট চালু হচ্ছে

রাজধানীতে অতিরিক্ত বাসভাড়া ঠেকাতে আরো এক হাজার বাসে ই-টিকিটিং ব্যবস্থা চালু হচ্ছে বলে জানা গেছে। আগামীকাল সোমবার ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে সভা থেকে এ সিদ্ধান্ত আসতে পারে।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সূত্র বলছে, বর্তমানে মিরপুরকেন্দ্রিক ৩০ প্রতিষ্ঠানের দেড় হাজার বাসে ই-টিকিটিং ব্যবস্থা চালু রয়েছে। আরো ১০ প্রতিষ্ঠানের এক হাজার বাসকে ই-টিকিটিং ব্যবস্থার আওতায় আনা হচ্ছে।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি সূত্র কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছে। এ বিষয়ে আগামীকাল সোমবার (৯ জানুয়ারি) সমিতির কার্যালয়ে দুপুর ১২টায় সংবাদ সম্মেলনও ডাকা হয়েছে।

২০১২-১৩ সালে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) বাসে প্রথম ই-টিকিটিং ব্যবস্থার প্রচলন করে। তখন বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাসে যাত্রীদের কাছ থেকে র‌্যাপিড পাসের মাধ্যমে ই-টিকিটে ভাড়া আদায় শুরু হয়। যদিও দীর্ঘ মেয়াদে এই ব্যবস্থা সফলতার মুখ দেখেনি। নতুন করে গত সেপ্টেম্বর থেকে ঢাকা সড়ক পরিবহন বাস মালিক সমিতি ই-টিকিটং প্রথার প্রচলন করেছে।

আরও দেখুন

পিরোজপুরে মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে দিনব্যাপীপ্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:  ১৩ জুলাই ২০২৪, শনিবার, ঢাকা: মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে পিরোজপুরের …