মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / আম ও লিচুর নিরাপদ উৎপাদন, আহরণ এবং বাজারজাতকরণে মতবিনিময় সভা

আম ও লিচুর নিরাপদ উৎপাদন, আহরণ এবং বাজারজাতকরণে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদকঃ

আম ও লিচুর নিরাপদ উৎপাদন, আহরণ এবং বাজারজাতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা এগারটার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

এই সভায় আম আহরণের তারিখ নির্ধারণ করে দেওয়া হয়। আম ও লিচুর নিরাপদ উৎপাদন, আহরণ এবং বাজারজাতকরণের লক্ষ্যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ পিএএ সভাপতিত্বে এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। সভায় আরো উপস্থিত ছিলেন উপ-পরিচালক (কৃষি) সুব্রত কুমার সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল ইসলাম, উপ-পরিচালক (হর্টিকালচার), আম ব্যবসায়ী এবং সাংবাদিক সহ প্রমুখ। ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপজেলা প্রান্তে উপস্থিত ছিলেন ইউএনও, উপজেলা কৃষি অফিসার, আম ব্যবসায়ী সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

এবার নাটোর জেলায় সাড়ে ৫হাজার হেক্টর জমিতে আম হয়েছে। আগামী ১৫ মে গোপালভোগ আম আহরণের মধ্য দিয়ে এ বছরের আম আহরণ এবং বিপণন শুরু হবে। এর আগেও যদি কেউ পরিপক্ক আম আহরন করতে চান সে ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের অনুমতিক্রমে আহরণ করতে পারবেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

সভায় প্রধান অতিথি সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল আমচাষীদের পরিপক্ক আম পাড়ার অনুরোধ জানান। সেই সঙ্গে কোনরকম রাসায়নিক ব্যবহার না করার জন্য অনুরোধ জানান।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …