নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়:
নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় বুধবার (২০ মে) রাতে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় আম্পানের তান্ডবে আম,লিচু, কলা, পেপে,ধান, ভুট্টাসহ বিভন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক কাঁচা ও সেমি পাকা বাড়িঘর বিধ্বস্তসহ ভেঙ্গে পড়েছে অনেক গাছপালা।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় আমফানে ওই ইউনিয়নের বিভিন্ন এলাকার শতাধিক গাছপালা, বাড়িঘর বিধ্বস্ত হয়। অনেক জায়গায় সড়কে গাছ ভেঙ্গে পড়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়। বৈদ্যুতিক লাইনে গাছো ও ডালপালা ভেঙে পড়ায় রাত থেকে বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সংযোগ। তবে বাগাতিপাড়া পল্লীবিদ্যুতের সাব জোনাল অফিস সুত্রে জানা যায়, তারা ব্যাপক ভাবে কাজ করছে বিদ্যুৎ সংযোগ সচল করার জন্য।
উপজেলার পৌর এলাকায় অবস্থিত বাগাতিপাড়া মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ড. নূরুল ইসলাম জানান, “ঝড়ে তার শিক্ষা প্রতিষ্ঠানের চাল উড়িয়ে নিয়ে গেছে। আশপাশের বাড়িঘর ও শিক্ষা প্রতিষ্ঠানেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।”
মহামারি করোনার মধ্যে এই ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় অন্ধকার নেমে এসেছে সকল শ্রেণী পেশার মানুষের জীবন।
আরও দেখুন
বন্ধ চিনি কলের মধ্যে অন্তত ১ টি হলেও চালু করবে সরকার- আদিলুর রহমান খান
নিজস্ব প্রতিবেদক,,,,,, বর্তমান সরকার সকল কিছুর পরিবর্তন করে দিবে সেটা সম্ভব না। শুক্রবার ( ১৫নভেম্বর) …