রবিবার , নভেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / শিরোনাম / আমৃত্যূ সিংড়াবাসীর সেবা করে যেতে চাই– নাটোরের সিংড়ায় ত্রাণ বিতরণ কালে প্রতিমন্ত্রী পলক

আমৃত্যূ সিংড়াবাসীর সেবা করে যেতে চাই– নাটোরের সিংড়ায় ত্রাণ বিতরণ কালে প্রতিমন্ত্রী পলক


নিজস্ব প্রতিবেদক, সিংড়া:

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, বিগত সকল দুর্যোগে মানুষের পাশে থেকে কাজ করেছি। জননেত্রী শেখ হাসিনার পক্ষ হতে মানবিক সহায়তা প্রদান করেছি। মানুষের ভালোবাসা নিয়ে আমি বারবার নির্বাচিত হয়েছি। আমৃত্যূ আপনাদের সেবা করতে চাই। সুখে, দুংখে আপনাদের পাশে আছি, থাকবো।

কর্মহীন পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রী সহায়তা প্রদান করেছেন। ভয়াবহ বন্যা ও করোনায় মধ্য বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা ঘরে বসে থাকেনি। দ্বারে দ্বারে গিয়ে সহায়তা প্রদান করেছে। শনিবার সিংড়া পৌর এলাকার গাইনপাড়া,পারসিংড়া এবং পল্লীশ্রী এলাকায় চায়না রেলওয়ে ইন্টারন্যাশনাল গ্রুপের পক্ষ থেকে ১ হাজার বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন। এছাড়াও তিনি ব্যক্তিগতভাবে ৫শ শিশুর মাঝে শিশু খাদ্য ও ৫শ বন্যার্ত পরিবারের মাঝে চাল ডাল খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস,চায়না রেলওয়ে ইন্টারন্যাশনাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবু কাওসার আহমেদ চৌধুরী,উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন প্রমুখ।

আরও দেখুন

নাটোরে স্ত্রীর সামনে স্বামীকে মারধর ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রামে,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে এক স্বামীকে তার অন্তঃসত্ত্বা স্ত্রীর সামনে মারধরের একটি ভিডিও সামাজিক মাধ্যমে …