মোছা: আয়েশা আক্তার
নিজস্ব প্রতিবেদক:
আমি কে জানতে চাও?
আমি বনলতা,
হা, ঠিকই ধরেছো
আমার বাড়ি নাটোরে।
আমি যখন কলেজে পড়তাম
তখন আমার শিক্ষক বলেছিল,
কোনো একটা অভিনয়ের পরে
তুই তো নাটোরের বনলতা রে ।
আমি যখন ভার্সিটিতে গেলাম
কেন জানি আমাকে দেখে, আমার জেলার নাম শুনে
সেখানেও শুনতে হয়েছে, ডিপার্টমেন্টে এসেছে বনলতা।
বন্ধু-বান্ধবীরা নাম ধরে ডাকবে না
তাদের মুখে সেই বনলতা
ভাবতাম,আমরা নাটোরের সবাই বুঝি
কবির সেই বনলতা।
তারপর যখন অনার্স মাস্টার্সের
ফিল্ড ওয়ার্কে যাই,
আমার পরিচয় শুনে স্যার বললেন
আমাদের সাথে আছে নাটোরের বনলতা।
ডিপিএড প্রশিক্ষণে যাই
সেখানেও খুঁজে পাই বনলতাকে।
শুধু কি তাই!
নাটোরের বাইরে গেলেই
আমি হয়ে যাই বনলতা।
বনলতা কে আমি দেখিনি
তবে বনলতার গল্প শুনেছি,
বনলতাকে কল্পনায় নিয়ে এসেছি
কবির কবিতায় পড়েছি
এখন মনে হয় আমিই বনলতা।