শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / কবিতা / আমি দুঃখিত- মানিক মানবিক

আমি দুঃখিত- মানিক মানবিক


আমার জীবন তোমার জীবনের মত দুঃখময় নয় জন্য আমি দুঃখিত।
তোমার যত চাওয়া-পাওয়া; অভাব নয়,
স্বভাব হতে উত্থিত; আমি দুঃখিত।
কোকিলের কুহুতান, অরুণ আলো, চন্দ্রপ্রভা মায়া ছড়ানো ; সুনীল ডেকেছে,
দাওনি সাড়া কাটেনি আঁধার, ফোটেনি তারা শকুন্তলা বিরহিত; আমি দুঃখিত।
আকাশকুসুম মিতালী চেয়েছে মেঘমালা চেয়েছে দূরে নিজের মধ্যে অবগুণ্ঠিত তুমি;
বৃষ্টি বা রোদ্দুরে সুতরাং পল্লবিত দুর্বা দুর্বিনীত করেছে ফল্গুধারা বঞ্চিত; আমি দুঃখিত।
সুখের যে তথাকথিত সংজ্ঞা মুগ্ধ করেছে তোমায়;
আমি হয়েছি দগ্ধ কোনো পরমুখাপেক্ষিতা নয়,
আমি আমার পক্ষে থেকেছি কখনো পূর্ণ অথবা খণ্ডিত; আমি দুঃখিত।
হতে পারতো যা কিছু; কিন্তু হয়নি অমিতসম্ভাবনা সেইসব আফসোস জিইয়ে রেখেছো;
আমি কিছু বলবো না শত শুভকামনা সুখ দিতে পারে না সুখ যদি হয় গর্হিত; আমি দুঃখিত।
নিজেকে ভালোবাসনি ; বেসেছো অহম, বেসেছো মোহ, হিমালয় লোভে আকণ্ঠ ডুবেছো সাগর দুর্বিষহ; সুন্দর তোমায় ফিরিয়ে দিয়েছে, তুমি হয়েছো কুণ্ঠিত; আমি দুঃখিত।
তোমার চাওয়া-পাওয়া; অভাব নয় স্বভাব হতে উত্থিত আমার জীবন তোমার জীবনের মত দুঃখময় নয়; আমি দুঃখিত

কবিতা : আমি দুঃখিত
লেখা : মানিক মানবিক

আরও দেখুন

কবি নাজনীন নাহার এর কবিতা “আমি মানুষ’’

আমি মানুষ! নাজনীন নাহারআমি মানুষ!হ্যাঁ আমি মানুষ।আমি অমানুষের করি নাশ,মানচিত্র থেকে মুছে দেবো আমি অমানুষদের …