রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / বিনোদন / বলিউড / আমি দীপিকাকে অনুসরণ করছি: রণবীর

আমি দীপিকাকে অনুসরণ করছি: রণবীর

বিনোদন ডেস্ক
আগামী নভেম্বরে বিয়ের এক বছর পূর্ণ করতে যাচ্ছেন বলিউড অভিনেতা রণবীর সিং ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোন দম্পতি। তারা একে অপরকে নিয়ে নানা সময় অবাক করা তথ্য দিয়ে থাকেন।

ভারতীয় সংবাদমাধ্যমকে রণবীর জানান, কাজ ও ব্যক্তিগত জীবনে মধ্যে সময় ব্যবস্থাপনার ব্যাপারে দীপিকা খুব দক্ষ। তাই তিনি স্ত্রীর কাছ থেকে নিয়মিত পরামর্শ নেন ও তাকে অনুসরণ করেন।

রণবীর সিং বলেন, ‘এখন আমি ক্যারিয়ার নিয়ে এত ব্যস্ত যে, আমি যদি কোনো একটা কিছু করতে চাই, সেটি হবে বিলাসিতা। আমি কাউকে দোষ দিচ্ছি না বা এটি নিয়ে কটাক্ষও করছি না। যা কিছু করি তা ভালোবাসি এবং আমার কাজকেও ভালোবাসি। তবে আমি ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছি।’

‘দক্ষ সময় পরিচালনার ক্ষেত্রে আমি আমার সুন্দরী স্ত্রীর (দীপিকা পাড়ুকোন) পদাঙ্ক অনুসরণ করছি। সে সময় ব্যবস্থাপনার ক্ষেত্রে সত্যি অনেক দক্ষ। তার কাছ থেকে পরামর্শ নিচ্ছি এবং ভালো ফল পাচ্ছি,’ যোগ করেন ‘পদ্মাবত’খ্যাত অভিনেতা।

কবির খান পরিচালিত ‘৮৩’ সিনেমায় ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার কপিল দেবের চরিত্রে অভিনয় করছেন রণবীর সিং। একই সিনেমায় কপিলের স্ত্রী রোমির চরিত্রে রয়েছেন দীপিকা পাড়ুকোন। আগামী বছরের ১০ এপ্রিল সিনেমাটি মুক্তি পাবে।

আরও দেখুন

নন্দীগ্রামে হিরো আলমের নির্বাচনী প্রচারণায় বাধা প্রদানের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক,নন্দীগ্রাম (বগুড়া) : বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো …