রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / টপ স্টোরিজ / আমার মায়ের হারিয়ে যাওয়া ‘সোনার নোলক!’

আমার মায়ের হারিয়ে যাওয়া ‘সোনার নোলক!’

মালেক শেখ

মানুষ এক জীবনে দুইবার জন্মলাভ করে।প্রথমে সে মাতৃজঠর থেকে পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার মাধ্যমে জন্মলাভ করে এবং পরে শিক্ষাজীবন শেষ করে নতুন জীবন পেয়ে দ্বিতীয়বার জন্মলাভ করে। সমস্ত প্রানীকুলের মধ্যে কেবলমাত্র মানুষের ক্ষেত্রেই এমনটি ঘটে থাকে।সেজন্য মানুষকে ‘দ্বিজ’ বলা হয়। সেই হিসেবে আমার দ্বিতীয় জন্মদাতা আমার পরম শ্রদ্ধেয় বড়ভাই ( ভাইজান) নাটোরের জননন্দিত নেতা নাটোর জেলা আওয়ামীলীগ এর সফল সাধারণ সম্পাদক মরহুম এড. হানিফ আলী শেখ,একজন আপাদমস্তক অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী মুজিব সৈনিক, শ্বাশ্বত বাঙালি।আমাকে তিনি অপরিসীম স্নেহ, ভালবাসা, মমতা দিয়ে মানুষ বানানোর চেষ্টা করেছেন।তাঁর কাছে আমার জন্মের ঋণ!শোধ করতে পারবোনা কোনদিন জানি,তবুও চেষ্টা করে যাই। তাঁর মতোকরে না হলেও তাঁর দেখানো মতোকরে মানুষের পাশে থাকার/ দাঁড়াবার চেষ্টা করি,তাঁর আদর্শ বাস্তবায়নের প্রয়াস পাই।বিশ্বজুড়ে করোনা ভাইরাসের করাল থাবা!প্রিয় মাতৃভুমি বাংলাদেশ ও দেশের মানুষ বিপর্যস্ত!বিশেষ করে স্বল্প আয়ের খেটে খাওয়া মানুষগুলো পরিবার ও সন্তান সন্ততি নিয়ে চরম বিপাকে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপ্রান করে যাচ্ছেন মানুষের জন্যে। কিন্তু তাঁর একার পক্ষে কি সব করা সম্ভব!আমাদেরওতো কিছু করণীয় আছে।তাইতো ভাইজানের আদর্শ ধারন করে মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করেছি। ডিসি সাহেবের ত্রাণ তহবিলে দেড়লক্ষ টাকা মুল্যের তিনশত প্যাকেট খাদ্যসামগ্রী কিনে দিয়েছি, নিজে একলক্ষ টাকা নগদ বিতরণ করেছি,বিজ্ঞ আইনজীবীদের সহযোগিতায় তহবিল গঠন করে অভাবগ্রস্হ আইনজীবী সহকারী, আদালত চত্বরের হোটেল শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের খাদ্য সামগ্রী দিয়েছি। এছাড়াও প্রতিদিনই অল্প বিস্তর করে যাচ্ছি ক্ষুদ্র সামর্থ্য নিয়ে অভাবগ্রস্হ মানুষের জন্য।

আজ পবিত্র ১১ রমজান আমার সেই কিংবদন্তিতুল্য বড় ভাই জননেতা এড.হানিফ আলী শেখ এর একাদশতম মৃত্যু বার্ষিকী! প্রতিবছর এইদিনে পরিবারের পক্ষ থেকে তাঁর আত্মার মাগফেরাত কামনায় কোরআনখানি,ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করি। এবার পরিবর্তিত পরিস্হিতে সেটা সম্ভবপর হয়নি। কোরআনখানি ও দোয়ার আয়োজন করেছি শুধু কয়েকজন সম্মানিত হাফেজ মাওলানা সাহেবদের নিয়ে। আর ইফতার পার্টির খরচের দুইলক্ষ টাকা দিয়ে অভাবগ্রস্হ মানুষের জন্য চাল,ডাল,তেল ও লবন কিনেছি। অর্ধেক পরিমান সামগ্রী আমরা পরিবারের সদস্যগন বিতরণ করেছি, আর অর্ধেক পরিমান সামগ্রী ভাইজানের স্হলাভিষিক্ত ও অত্যন্ত স্নেহভাজন নাটোর জেলা আওয়ামীগ এর বিপ্লবী সাধারণ সম্পাদক ও সদর আসনের মাননীয় সংসদ সদস্য তরুণ জননেতা আলহাজ্ব শফিকুল ইসলাম শিমুল ভাই আজ বিতরণ করবেন। আপনারা সকলে দোয়া করবেন মহান আল্লাহ যেন মানুষের পাশে থাকার এ ক্ষুদ্র প্রয়াস কবুল করেন এবং আমার মায়ের হারিয়ে যাওয়া ‘সোনার নোলক’ আপনাদের প্রিয় জননেতা এড.হানিফ আলী শেখকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। ইনশাআল্লাহ সম্মিলিত প্রচেষ্টায় আমরা আওয়ামীলীগ এর দুঃসময়ের নেতা-কর্মীদের হৃত সম্মান পূনঃপ্রতিষ্ঠিত করবো।সকলে ঘরে থাকুন, সুস্হ্য থাকুন,পরিবারের সবাইকে নিয়ে ভাল থাকুন। জয়বাংলা জয়বঙ্গবন্ধু।

লেখক: আইনজীবি, সাংবাদিক, সাংস্কৃতিককর্মী, রাজনীতিক

আরও দেখুন

অবিলম্বে সব মামলা প্রত্যাহার করে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে-দুলু

নিজস্ব প্রতিবেদক:বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, অবিলম্বে …