সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / আমাদের সৈয়দপুরের কারখানায় বগি মেরামতের যে সামর্থ রয়েছে তা আমরা পুরোপুরি কাজে লাগাতে পারিনা – নাটোরে রেল মন্ত্রী

আমাদের সৈয়দপুরের কারখানায় বগি মেরামতের যে সামর্থ রয়েছে তা আমরা পুরোপুরি কাজে লাগাতে পারিনা – নাটোরে রেল মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

রেল মন্ত্রী জিল্লুল হাকিম বলেন, আমাদের অনেক যন্ত্রপাতি পড়ে আছে কিন্তু সেগুলো ব্যাবহার করা যাচ্ছেনা। এই সমস্ত কারনে আমরা পিছিয়ে আছি। আমাদের সৈয়দপুরের কারখানায় বগি মেরামতের যে সামর্থ রয়েছে তা আমরা পুরোপুরি কাজে লাগাতে পারিনা। আমাদের বগির অভাব রয়েছে। বগি আমাদের বিদেশ থেকে আমদানী করতে হয়। আমাদের কারখানায় জনশক্তির অভাব রয়েছে। এই সীমিত সামর্থর মধ্য আমাদের কাজ করতে হচ্ছে। তিনি আজ শনিবার রাতে নাটোরের আব্দুলপুর রেলওয়ে জংশনে সংক্ষিপ্ত এক সভায় এসব কথা বলেন। এর আগে রেল মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক আবু নাসের ভূইয়া, পুলিশ সুপার তরিকুল ইসলাম, লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যাপক আবুল হোসেন সহ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। সংক্ষিপ্ত সভা শেষে আব্দুলপুর জংশনে আটটি ট্রেনের যাত্রা বিরতি চেয়ে রেল মন্ত্রীর হাতে ডিও লেটার তুলে দেন স্থানীয় এমপি আবুল কালাম আজাদ। পরে রেল মন্ত্রী ট্রেন যোগে পুনরায় ঢাকায় রওনা দেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …