শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / দিনাজপুর / আমরা ২০১৪ সালের মত ভোট চাইনা যে ভোটে১৫৪জন বিনা ভোটে নির্বাচীত হয় ডা.এজেডএম

আমরা ২০১৪ সালের মত ভোট চাইনা যে ভোটে১৫৪জন বিনা ভোটে নির্বাচীত হয় ডা.এজেডএম

জাহিদ হাসান

 নিজস্ব প্রতিবেদক:

আমরা আমাদের অধিকার ফেরত চাই, আমরা ২০১৪ সালের মত ভোট
চাইনা যে ভোটে ১৫৪জন বিনা ভোটে নির্বাচীত হয়। আমরা
২০১৮এর মত ভোট চাইনা দিনের ভোট আগের রাতেই শেষ হয়। আমরা
২০২৪এর মত ডেমি নির্বাচন চাইনা, আমরা চাই আমার ভোট
আমি দিব যাকে খুশি তাকে দিব নির্ভয়ে দিব নির্বিঘেœ
দিব এবং নিজস্ব চিন্তা চেতনায় উদ্ভুদ্ধ হয়ে দিব বলে মন্তব্য
করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির
সদস্য ডা. ডা.এজেডএম জাহিদ হাসান।
শনিবার বিকেলে হিলির চন্ডিপুর সার্বজনীন দুর্গামন্দিরে
উপজেলার ২১টি পুজামন্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে শারদীয়
শুভেচ্ছা ও মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন। পরে ২১টি
পুজামন্ডপ কমিটির হাতে বিএনপির পক্ষ থেকে ১লাখ ৫হাজার টাকা
অনুদান প্রদান করেন। এর আগে তিনি বৈষম্য বিরোধী ছাত্র
আন্দোলনে নিহত সুর্য ও নাঈম এর পরিবারের সাথে দেখা করেন ও
শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। সেই সাথে
প্রত্যেক পরিববারকে বিএনপির পক্ষ থেকে ১লাখ টাকা করে ২লাখ
টাকা প্রদান করেন। হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি
ফেরদৌস রহমানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সাধারন
সম্পাদক সাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপির উপদেষ্টা আকরাম
হোসেন,পৌরবিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান,সাধারন
সম্পাদক নাজমুল হকসহ অনেকে।
মাসুদুল হক রুবেল
হিলি, দিনাজপুর

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …