রবিবার , নভেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / আমরা দেশ স্বাধীন করেছি, দেশটা সাজানোর দায়িত্ব আমাদেরই- আব্দুল কুদ্দুস এমপি

আমরা দেশ স্বাধীন করেছি, দেশটা সাজানোর দায়িত্ব আমাদেরই- আব্দুল কুদ্দুস এমপি


নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরে জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি বলেছেন, ৭১ সালে পাকিস্তানী হানাদার ও তাদের এদেশীয় দোসরদের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা এদেশ স্বাধীন করেছি। তাই দেশটা সাজানোর দায়িত্বও আমাদের। আমরা সেটাই করছি। উন্নয়ন করতে হলে নির্লোভ মানসিকতার সাথে উন্নয়নমুখী মানসিকতা থাকতে হয়। মেয়র মাজেদুল বারী নয়নের সেটা আছে। কারণ সে একজন মুক্তিযোদ্ধার সন্তান। যোগ্যতম মেয়র বলেই মাত্র ৯ মাস আগে বড়াইগ্রাম পৌরসভার মেয়র হিসাবে দায়িত্ব নিয়ে মাজেদুল বারী নয়ন দৃশ্যমান উন্নয়ন ঘটিঢেছে। আপনারা যেভাবে তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, সেভাবে তার পাশে থেকে সহযোগিতা করবেন। তাহলে আগামীতে তার হাত ধরে এ পৌরসভার আরো উন্নয়ন হবে বলে হবে তিনি অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বৃহস্পতিবার রাতে বড়াইগ্রাম পৌরসভার উদ্যোগে আয়োজিত মুক্তিযোদ্ধা সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন।

জেলা আওয়ামী লীগের সদস্য ও মেয়র মাজেদুল বারী নয়নের সভাপতিত্বে ও সচিব জালাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক সরকার, সম্পাদক অধ্যক্ষ মাহবুব উল হক বাচ্চু বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি পৌর এলাকার বীর মুক্তিযোদ্ধাদের হাতে ক্রেষ্ট তুলে দেন। পরে পৌরসভার সেরা করদাতাদের হাতে উপহার তুলে দেয়া হয়। অনুষ্ঠানে নাটোর-৪ আসনে শিক্ষা, যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদান রাখায় অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপিকে সম্মানান স্বরুপ পৌর পরিষদের পক্ষ থেকে তাঁর হাতে ক্রেষ্ট তুলে দেন মেয়র মাজেদুল বারী নয়ন। পরে ঢাকা ও কলকাতা থেকে আগত শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এর আগে সকালে পৌরসভার উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়।

আরও দেখুন

মিথ্যা মামলা থেকে খালাস বাগাতিপাড়ার দুই সাংবাদিক

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় মারামারি ও চাঁদাবাজির মিথ্যা মামলা থেকে খালাস পেলেন দুই সাংবাদিক। রবিবার …