শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / জাতীয় / আমদানির বিকল্প ফসলে ৪ শতাংশ সুদে ঋণ পাবেন কৃষক

আমদানির বিকল্প ফসলে ৪ শতাংশ সুদে ঋণ পাবেন কৃষক

নিউজ ডেস্ক:
আমদানির বিকল্প ফসল হিসেবে ডাল, তেলবীজ, মসলা জাতীয় ফসল ও ভুট্টা চাষে ভর্তুকির আওতায় ৪ শতাংশ রেয়াতি সুদে ঋণ দিতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রবিবার (২২ মে) বাংলাদেশ ব্যাংকের কৃষি-ঋণ বিভাগ এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে।

দেশে আমদানি নির্ভর ভোগ্যপণ্যের উৎপাদন বাড়ানো, বৈদেশিক মুদ্রা সাশ্রয় ও ডলারের ওপর চাপ কমাতে সরকারের সুদ-ক্ষতিপূরণ সুবিধার আওতায় ব্যাংকগুলোকে রেয়াতি সুদ হারে ঋণ বিতরণের এ নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়, কৃষিপণ্য হিসাবে মুগ, মসুর, খেসারি, ছোলা, মটর, মাসকলাই ও তেলবীজ হিসেবে সরিষা, তিল, তিসি, চীনাবাদাম, সূর্যমুখী, সয়াবিন এবং মসলা জাতীয় ফসল হিসেবে আদা, রসুন, পেঁয়াজ, মরিচ, হলুদ, জিরা ও শস্য হিসেবে ভুট্টা চাষে রেয়াতি সুদে ঋণ বিতরণ করতে হবে। 

ঋণ বিতরণের এক বছর পর প্রচলিত কৃষি ঋণের সুদহার ৮ শতাংশের স্থলে ব্যাংকগুলো ৪ শতাংশ সুদ আদায় করবে এবং বাকি ৪ শতাংশ বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে নিতে পারবে বলেও সার্কুলারে বলা হয়।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …