শনিবার , ডিসেম্বর ২৮ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / আমগাছের এক বোটায় দুই আম

আমগাছের এক বোটায় দুই আম

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
জোড়া কলা সচরাচরই দেখা যায়। কিন্তু জোড়া আম বা এক বোটায় দুই আম বোধ হয় কারোরই চোখে পড়েনি। তবে নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরশহরের কালিকাপুর মহল্লার শিক্ষক আলফুর রহমান প্রামাণিকের বাড়ির উঠোনে লাগানো একটি আম গাছ থেকে পাকা হয়ে ঝরে পড়েছে জোড়া লাগানো আম।

এক বোটায় দুই পরিপক্ক আম দেখে উৎফুল্ল শিক্ষক আলফুরের পরিবার ও আত্নীয় স্বজনেরা। বিরল এই জোড়া আমটির দেশী নাম কালুয়া হলেও এর প্রকৃত নাম হচ্ছে গোপালভোগ। উপজেলার কাটাশকোল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আলফুর বলেন, সকালে ঘুম থেকে উঠেই দেখি বাড়ির উঠোনে আমটি পড়ে আছে।

জোড়া আমটি দেখতে পেয়ে আমিতো হতবাক। ভেবেছিলাম গাছে আরও এরকম জোড়া আম আছে। কিন্তু আর কোন এ ধরণের আম গাছে খুঁজে পাওয়া যায়নি।উপজেলা কৃষি কর্মকর্তা ইকবাল আহমেদ বলেন, এ ধরণের আম আমিও কখনও দেখি নাই । এক বোটায় কীভাবে আমটি জন্ম নিলো তার কোন ব্যাখ্যা ও আমার জানা নাই।

আরও দেখুন

বড়াইগ্রামে জামায়াতের ব্যাবসায়ী সমাবেশ

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,, নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া উপজেলা মডেল মসজিদ হল রুমে শুক্রবার বাদ জুম্মা জামায়াতে …