দহন
তোমাকে পড়তে গেলেই
দূর্বোধ্য লাগে অথচ কতটা
সহজ ছিল নীল আকাশের দিনগুলো।
শ্যামলা পায়ে নুপুর ধ্বনি…
সবুজ ঘাসের মায়াময়
বুকে ফুটেছে বেগবান তারুণ্য..
প্রাণের স্পন্দন ছুঁয়ে
তোমার চলে যাওয়া…
অতঃপর অনিবার্য বিচ্ছেদ….
আলোর পতন – ঝিঙে ফুলের মতো
রুপোলী চাঁদ ভেসে থাকে
আমার সমস্ত জাগরণে।
আমাদের কোন সময়
জ্ঞান অর্জন করতে হয়নি
তাই অপ্রয়োজনীয় দেয়াল ঘড়িটার
টিকটিক শব্দ তাৎপর্যপূর্ণ হওয়ার আগেই,
অমাবস্যার মধ্যরাতেও পূর্ণ জোছনার
উঠোনভরা স্নিগ্ধতা ফিরিয়ে দিতাম
ঠোঁটের স্মিতহাস্যে।
পাঁপড়ি থেকে মৃত্যু…
দূরত্ব জানতে কাটিয়ে দিলাম
একটি অনাহুত জীবন
তোমাকে হারানোর তীব্র ব্যথায়
অশ্রু নয় অজস্র শব্দ ঝরে।
লেখক: আব্দুল মান্নান