রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / ফিচার / আব্দুল্লাহ্ আল মামুনের লেখা “অন্দর মহলে বিচ্ছেদ নামক নিষ্ঠুরতম অধিকার”

আব্দুল্লাহ্ আল মামুনের লেখা “অন্দর মহলে বিচ্ছেদ নামক নিষ্ঠুরতম অধিকার”

“অন্দর মহলে বিচ্ছেদ নামক নিষ্ঠুরতম অধিকার”

সবারই স্বপ্ন থাকে আকাশের নিচে এক টুকরো জমিতে ছোট একটি ঘর হোক সেটা কুড়ে অথবা দালান। বিবাহিত জীবনে সুখী সুন্দর থাকতে আমাদের এই আয়োজন। ঘরটি সুন্দর আর শান্তিময় হউক সেটা আমরা সবাই চাই। আর তাই আমাদের সর্বোত্তম চিন্তা চেতনা বিবাহত্বর জীবনে কে ঘিরেই। সম্প্রতি দেখা যাচ্ছে আলো বাতাসের ছোট্ট সেই বাসার অন্দর মহলে বিচ্ছেদ নামক নিষ্ঠুরতম অধিকার চাওয়া হচ্ছে। স্বামী, স্ত্রী কারো পক্ষে এক ঘরে থাকা নিরাপদ নয় বৈধ প্রতিরক্ষামূলক চুক্তি হচ্ছে। ২৩ ফেব্রুয়ারি ২০২১ জাতীয় পত্রিকা দৈনিক প্রথম আলোয় ছাপা হয়েছিল ঢাকায় দিনে ৩৯ তালাক। যে ঘরের দেয়াল জুড়ে সূর্যের আলো প্রতিফলিত হতো সেই ঘরে থরে থরে সাজানো মানসিক সংকট আর টানাপোড়ন। সাব্বির, মেহজাবিন (ছদ্দ নাম) ৭ বছর প্রেম করে ভালোবাসা করে বিয়ে করেছেন। বর্তমানে ১০ বছরের দাম্পত্যজীবনে ঝগড়াঝাঁটি হয়নি, তা নয়। দীর্ঘ এই পথ পাড়ি দিতে কত চড়াই-উতরাই যে পেরোতে হয়েছে। কখনো মনোমালিন্য, আর্থিক কষ্ট, কখনো কর্মসূত্রে দূরে থাকা, পাওয়া না পাওয়ার হিসাবটা অনেক সময়ই মেলেনি। সম্প্রিতি ছোট ছোট অনুভূতি, দুজনার দুজনার প্রতি গুরুত্ব, শ্রদ্ধা, ব্যস্ততা দুজন মানুষকে আলাদা সত্তা করেছে যার ফলে বিচ্ছেদের সিদ্ধান্তে অটল হয়েছে। ঘরের সবচেয়ে দামি জিনিসটি যেমন যত্নে রাখা হয়, তেমনি মনের সবচেয়ে দামি জিনিস ভালোবাসারও একটু যত্নের প্রয়োজন পড়ে। ঘরে সজিবতা নিয়ে আসুন ছোটখাট ভালোলাগা দিয়ে। বেড়িয়ে পড়ুন একদিন দূরে কোথাও, একে অপরকে শ্রদ্ধা, সুন্দর ব্যবহার, একান্তে কিছু সময় কাটান, কৃতজ্ঞতা প্রকাশ করুন, ছোট ছোট অনুভুতি প্রকাশ করুন, দোষ গুলোকে উজ্জ্বল করে গুণ গুলো কে দেখতে শিখুন। তাহলেই দেখবেন প্রাণবন্ত আপনার ঘরের চারিপাশ। সজীবতা আপনার এই ছোট দুনিয়া কে আলোয় ভরিয়ে দিবে।

লেখক: আব্দুল্লাহ্ আল মামুন

আরও দেখুন

কবি নাজনীন নাহার এর কবিতা “আমি মানুষ’’

আমি মানুষ! নাজনীন নাহারআমি মানুষ!হ্যাঁ আমি মানুষ।আমি অমানুষের করি নাশ,মানচিত্র থেকে মুছে দেবো আমি অমানুষদের …