নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর জংশনে ট্রেনের ইঞ্জিনে আগুন ধরে গিয়েছিলো। ২০ আগস্ট শুক্রবার রাজশাহী থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী কমিউটার ট্রেন আব্দুলপুর জংশনে পৌঁছালে রাত আটটার দিকে ট্রেনের লোকোমোটিভে হঠাৎ আগুন লেগে যায়।
বাংলাদেশ রেলওয়ে একটি সূত্র জানায়, দাঁড়িয়ে থাকা অবস্থায় ট্রেনে ইঞ্জিনে আগুন লাগার সঙ্গে সঙ্গেই ইঞ্জিনের ভেতরে থাকা অগ্নিনির্বাপক সামগ্রী দিয়ে সঙ্গে সঙ্গেই আগুন নেভানো হয়।
আব্দুলপুর জংশন এর ম্যানেজার জানান, ট্রেনের এই লোকোমোটিভ ইঞ্জিনের তেমন কোনো ক্ষতি হয়নি। তিনি আরো জানান, সম্ভবত চাকার ঘর্ষণেই এই আগুন লেগে থাকতে পারে। আগুন নেভানোর সাথে সাথে যথারীতি ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তবে এলাকাবাসী জানায় ইঞ্জিনে আগুন লাগায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছিল।
আরও দেখুন
লালপুরের গণেশ চন্দ্র দাস আর নেই
নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,,,,,উত্তরবঙ্গের খ্যাতিমান ফুটবল খেলোয়াড় নাটোরের লালপুর সদরের বাসিন্দাশ্রী গণেশ চন্দ্র দাস (৮০)বার্ধক্যজনিত কারণে …