সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জনদুর্ভোগ / আবারো বন্যা আক্রান্ত হয়েছে নাটোরের সিংড়া ও নলডাঙ্গা উপজেলা

আবারো বন্যা আক্রান্ত হয়েছে নাটোরের সিংড়া ও নলডাঙ্গা উপজেলা

বিশেষ প্রতিবেদক:
আবারো বন্যা আক্রান্ত হয়েছে নাটোরের সিংড়া ও নলডাঙ্গা উপজেলা। এ নিয়ে এবছর তৃতীয়বারের মতো বন্যায় আক্রান্ত হল উপজেলার বিস্তীর্ণ অঞ্চলগুলো। সাম্প্রতিক সময়ে অতিবর্ষণ এবং উজানের ঢলে আত্রাই নদীর পানি বিপদসীমার ৯০ সেন্টিমিটার এবং বারনই নদীর পানি ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে উপজেলা দুটির নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

নলডাঙ্গা উপজেলার মাধনগর এবং পিপরুল ইউনিয়নের হালতি বিল সংলগ্ন গ্রামগুলির অনেক বাড়িঘরে বন্যার পানি ঢুকে পড়েছে। ইতিমধ্যে তারা আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে। অপরদিকে সিংড়া উপজেলার নয়টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় বন্যায় প্লাবিত হয়েছে। সেখানেও অনেক বাড়িতে পানি উঠে পড়ায় মানুষ আশ্রয় কেন্দ্রে যেতে শুরু করেছে।

বন্যা পূর্বাভাস এবং সতর্ক কেন্দ্রের তথ্য অনুযায়ী আগামী কয়েকদিন এই পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে। ইতিমধ্যে বন্যার্ত মানুষের মাঝে জেলা প্রশাসনের ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …