রবিবার , অক্টোবর ৬ ২০২৪
নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / আবারো নাটোরে একসঙ্গে ১৩ জন করোনায় আক্রান্ত

আবারো নাটোরে একসঙ্গে ১৩ জন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক:
আবারো নাটোরে একসঙ্গে ১৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। শনিবার সকালে এই তথ্য নিশ্চিত করেছে সিভিল সার্জন অফিস। তথ্যে তারা জানান,নতুন করে নাটোর সদর উপজেলায় ৪ জন, লালপুরে ৫জন এবং বড়াইগ্রাম উপজেলায় ৪জন নতুন করে সনাক্ত হয়েছেন।

এ পর্যন্ত ৯৬৫০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষায় ১০৪৭ জনের করোনা ভাইরাস সনাক্ত হয়। এদের মধ্যে মারা গেছেন ১২ জন। সুস্থ হয়েছেন ৯১২ জন।

প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন দুই জন এবং হোম আইসোলেশনে আছেন ১২১জন। ৩৮৬ জনের নমুনা পরীক্ষার ফলাফল অপেক্ষমান রয়েছে বলে জানিয়েছে সূত্রটি।২৪ অক্টোবর অর্থাৎ একসপ্তাহ আগে শেষ প্রাপ্ত ফলাফলে এটি ছিল ১০৩৩ জন পজিটিভ। এক সপ্তাহ পরে হঠাৎ করেই বৃদ্ধি পেয়েছে ১৪ জন। জনসাধারণের উদাসীনতাই এর জন্যে দায়ি বলে মনে করছেন সচেতন মহল।

সিভিল সার্জন কাজী মিজানুর রহমান জানান, যেহেতু বিশেষজ্ঞরা মনে করছেন সামনের শীতে করোনার প্রাদুর্ভাব বাড়তে পারেতাই, এখনই আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। স্বাস্থ্য বিধি না মানলে করোনা আক্রান্তের এই বৃদ্ধির হার কমানো তো যাবেই না বরং বেড়ে যাবে কয়েকগুণ।

আরও দেখুন

সিংড়ায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

    নিজস্ব প্রতিবেদক: নাটোরের সিংড়ায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। রোববার (৬ …