বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / আবারো নলডাঙ্গায় পুরো গ্রাম জালিয়ে দিতে দুর্বৃত্তদের আগুন
A large Spanish style estate home burns, ignited by a wind driven brush fire dubbed the "Tea Fire" in Montecito, Calif. on Thursday, Nov. 13, 2008. (AP Photo/Dan Steinberg)

আবারো নলডাঙ্গায় পুরো গ্রাম জালিয়ে দিতে দুর্বৃত্তদের আগুন

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের নলডাঙ্গায় আবারও একটি খড়ের গাদায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানো হয়। এ নিয়ে তৃতীয়বার অগ্নিসংযোগ সংযোগের ঘটনা ঘটলো। শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার পূর্ব মাধনগর গ্রামের সমশের প্রামানিকের খড়ের গাদায় দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভূগিরা। স্থানীয়রা জানায়,পুরো গ্রাম জালিয়ে দিতে রাতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। পূর্ব পরিক্ল্পনা করেই পুরো গ্রাম জালিয়ে দিতেই এই আগুন দিচ্ছে দুবৃর্ত্তরা। বর্তমানে আমরা গ্রামবাসি আতঙ্কে রয়েছি। দোষীদের খুঁজে বের করার দাবি করছি। এতে কোন হতাহতের ঘটনা না ঘটেনি। সম্প্রতি একই গ্রামের ৩ দফায় ১৩টি স্থানে একযোগে আগুন দেয় দুর্বৃত্তরা।

আরও দেখুন

সাপন্থীরে নিষিদ্ধের দাবিতে লালপুরে মানব বন্ধন ও প্রতিবা সভা

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,টঙ্গী ইজতেমা ময়ানে বিনা কারণে নিরস্ত্র ঘুমন্ত তাবলীগের সাথীরে উপর নৃশংস হত্যাযজ্ঞ, হামলা …