নিজস্ব প্রতিবেদক:
আলুর আমদানির ক্ষেত্রে শুল্ক ১৫ শতাংশ থেকে ৩ শতাংশ শুল্ক কমিয়ে নেওয়ার পর দিনাজপুরের
হিলি স্থলবন্দর দিয়ে আবারো ভারত থেকে আলু আমদানি শুরু হয়েছে।
আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে ভারতীয় আলু বোঝায় দুটি ট্রাক
প্রবেশের মধ্যে দিয়ে আমদানি কার্যক্রম শুরু হয়। মেসার্স প্রিয়ম এন্টার প্রাইজ
নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান ভারতের জলপাইগুড়ি থেকে এসব আলু আমদানি
করছেন।
হিলি স্থলবন্দর সূত্রে জানা যায়,চলতি বছরের ৮ জুলাই হিলি স্থলবন্দর দিয়ে সর্বশেষ দিনে
ভারতীয় একটি ট্রাকে ২৫ মেট্রিকটন আলু আমদানি হয়েছে। আজ বুধবার দুপুরে ২টি
ট্রাকে ৪৭ মেট্রিকটন আলু আমদানি করা হয়।
আজ বিকেলে হিলি খুচরা বাজারে দেখা যায়,দেশীয় কাঠিনাল বড় আলু ৫০,ছোট গোল
লাল আলু ৫৫,বিলেতি ৬৫ টাকা কেজি দরে বিক্রয় হচ্ছে। যা গত সপ্তাহের তুলনায় কেজিতে
২ থেকে ৫ টাকা দাম বৃদ্ধি পেয়েছে।
আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি নাসির উদ্দিন বলেন,দেশের বাজারে আলুর দাম
স্বাভাবিক রাখতে কম শুল্কে আজ বুধবার থেকে ভারতীয় আলু আমদানি শুরু হয়েছে। প্রতি
মেট্রিক টন আলু ১৮০ মার্কিন ডলারে আমদানি হচ্ছে। এতে আমদানিকরা আলু
পাইকারী বাজারে ৪২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমদানিকৃত আলু ৪২ টাকার
নিচে বিক্রি করলে লোকসানগুনতে হবে। আলু আমদানির খবরে দেশের বিভিন্ন স্থান থেকে
পাইকাররা আসতে শুরু করেছে।