শুক্রবার , ডিসেম্বর ২৭ ২০২৪
নীড় পাতা / আন্তর্জাতিক / আবারও সীমান্তে ভারত-পাকিস্তানের গোলাগুলি

আবারও সীমান্তে ভারত-পাকিস্তানের গোলাগুলি

নিউজ ডেস্কঃ
আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ভারত এবং পাকিস্তান সীমান্ত। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে ভারত। সীমান্তের কৃষ্ণ ঘাঁটি সেক্টরের পুঞ্চ জেলায় বুধবার পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলি চালায়। খবর ইন্ডিয়া ট্যুডের।

স্থানীয় সময় বুধবার রাত ৯টার দিকে সহিংসতার ঘটনা ঘটেছে। ভারতের দাবি, নিয়ন্ত্রণ রেখার কৃষ্ণ ঘাঁটিতে ছোট অস্ত্র ও মর্টার শেল দিয়ে হামলা চালিয়েছে পাকিস্তান।

পাক সেনাদের হামলার জবাব দিয়েছে ভারতীয় সেনারা। ফলে দু’পক্ষের মধ্যে অনেক সময় ধরে গুলি বিনিময় হয়। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে, বুধবার সকালে সন্দেহভাজন সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে নওশেরা সেক্টরে তল্লাশি অভিযান চালানোর সময় সংঘর্ষ শুরু হয়। এতে দুই ভারতীয় সেনার মৃত্যু হয়েছে। গোপন খবরের ভিত্তিতে ওই তল্লাশি অভিযান চালায় ভারতীয় সেনাবাহিনী। বেশ কয়েকজন সন্ত্রাসী ভারতে ঢোকার চেষ্টা করছে এমন খবর পেয়েই তল্লাশি চালানো হয়।

আরও দেখুন

আজ গুগলের ২৫ তম জন্মবার্ষিকী

নিউজ ডেস্ক: ২৫ বছর আগে আজকের দিনে অর্থাৎ, ২৭ সেপ্টেম্বর স্ট্যানফোর্ডের দুই পিএইচডির ছাত্র বড় …