মঙ্গলবার , নভেম্বর ৫ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / আবারও সিংড়ার ইউএনও’র নম্বর ক্লোন করে অর্থ আদায়

আবারও সিংড়ার ইউএনও’র নম্বর ক্লোন করে অর্থ আদায়

নিজস্ব প্রতিবেদক,সিংড়া
সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো’র সরকারী মোবাইল নম্বর (০১৭৬২৬৯২১১৪) ক্লোন করে বিকাশের মাধ্যমে ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। উপজেলার বড় বারইহাটি দাখিল মাদ্রাসার সুপার নজরুল ইসলামের কাছ থেকে ইউএনও’র নাম করে তার নম্বর থেকে ফোন দিয়ে ৮টি ল্যাপটপ প্রদান করা হবে বলে ৫০ হাজার টাকা বিকাশের মাধ্যমে প্রতারক চক্র হাতিয়ে নেয় বলে জানান তিনি।

সুপার নজরুল ইসলাম বলেন, (০১৭০৫৮১৮২৫৮, ০১৮৮৩১১৪৫৬৬, ০১৮২২৭৩৭৩৫৭) এই নম্বর গুলো ব্যবহার করে আমার নিকট থেকে ৫০ হাজার টাকা আদায় করেছে প্রতারক চক্র।

ইউএনও সুশান্ত কুমার মাহাতো বলেন, নম্বরটি ক্লোন হওয়ার সাথে সাথে ফেসবুকে সতর্ক থাকার জন্য পোস্ট দেয়া হয়েছে, এটা নিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশ হয়েছে। থানায় জিডি করা হবে বলে জানান তিনি। সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধও করেন ইউএনও।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও দেখুন

সিংড়ায় কৃষি উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক সিংড়া ,,,,,,,,,,,নাটোরের সিংড়া উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *