রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / Uncategorized / আবারও সিংড়ায় দুই দিনব্যাপী চলনবিল শিক্ষা উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে

আবারও সিংড়ায় দুই দিনব্যাপী চলনবিল শিক্ষা উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে

নিজস্ব প্রতিবেদক, সিংড়াঃ এবারও সিংড়ায় দুই দিনব্যাপী চলনবিল শিক্ষা উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। সিংড়ায় দুই দিনব্যাপী চলনবিল শিক্ষা উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২৫ এবং ২৬ জানুয়ারি শনিবার ও রবিবার সিংড়া কোর্ট মাঠে এই শিক্ষা উৎসব অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট আয়োজকরা জানিয়েছেন। অনুষ্ঠানে উদ্যোক্তা এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপি। প্রথম দিন ২৫ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাবেক ছাত্র নেতাদের সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দিনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, ওয়ান স্টুডেন্ট ল্যাপটপ প্রকল্পের আওতায় অদম্য মেধাবীদের মাঝে ল্যাপটপ বিতরণ, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান পুরস্কার, সফল যারা কেমন তারা সম্মাননা, অবসরপ্রাপ্ত শিক্ষক সম্মাননা, রত্নগর্ভা মা সম্মাননা, মরণোত্তর গুণীজন সম্মাননা, সেরা শিক্ষক সম্মাননা প্রদান করা হবে। প্রথম দিনে অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনায় থাকবে দেশের অন্যতম সেরা মরিচিকা ব্যান্ড, শামীম ও ইমরান। দ্বিতীয় দিনে আনিকা এবং নগর বাউল জেমস।

আরও দেখুন

১০ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে জিংক ধানের বীজ বিতরণ

 নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামসহ সাতটি উপজেলার ১০ হাজার ৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে উন্নত মানের …