সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / আবারও বিপুল ভোটে পৌর মেয়র হলেন জামিল হোসেন চলন্ত

আবারও বিপুল ভোটে পৌর মেয়র হলেন জামিল হোসেন চলন্ত

নিজস্ব প্রতিবেদক, হিলি:
দিনাজপুরের হাকিমপুর (হিলি) পৌরসভা নির্বাচনে আবারও বিপুল ভোটে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র জামিল হোসেন চলন্ত। তিনি ৬ হাজার ২৯ ভোট বেশি পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

শনিবার রাতে হাকিমপুর পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

জামিল হোসেন চলন্ত নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ১০ হাজার ৯৯২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দি বিএনপি মনোনীত সাখাওয়াত হোসেন শিল্পী ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ৪ হাজার ৯৬৩ ভোট।

এছাড়াও ইসলামী আন্দোলনের হাত পাখা প্রতীকের সুরুজ আলী শেখ পেয়েছেন ২৩১ ভোট এবং সতন্ত্র প্রার্থী নারিকেল গাছ প্রতিকে মিশর উদ্দিন সুজন পেয়েছেন ৩১০ ভোট।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …