নারদ বার্তা ডেস্কঃ
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ঘটনায় গ্রেপ্তার আরও ৩ জন শামসুল আরেফিন রাফাত (২১), মনিরুজ্জামান মনির (২১) ও আকাশ হোসেনকে (২১) পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
আজ বুধবার (৯ অক্টোবর) আদালতে হাজির করে তাদের ১০ দিনের রিমান্ডের আবেদন জানায় ডিবি পুলিশ। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ৭ই অক্টোবর আবরার হত্যার ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি। গ্রেপ্তার হওয়া ১০ জন হল- মেহেদী হাসান রাসেল, মুহতাসিম ফুয়াদ, মেহেদী হাসান রবিন, অনিক সরকার, ইফতি মোশাররফ সকাল, মো. মেফতাহুল ইসলাম জিওন, মুনতাসির আল্ম জেমি, খন্দকার তাবাখখারুল ইসলাম তানভির, মুজাহিদুর রহমান মুজাহিদ, ইসতিয়াক আহম্মেদ মুন্না।
এদিকে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েট ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় আটক ছাত্রলীগের ১০ জনকে ৫ দিন করে রিমান্ড দিয়েছেন আদালত।
ঢাকা মহানগর মূখ্য মহানগর হাকিম আদালতের ২১ নম্বর আদালতে শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন মূখ্য মহানগর হাকিম সাদবির আহসান চৌধুরী। এর আগে, দুপুর ১টার দিকে ডিবি কার্যালয় থেকে আবরার হত্যার অভিযোগে গ্রেপ্তার হওয়া ছাত্রলীগের ১০ জনকে ঢাকার মূখ্য মহানগর হাকিম আদালতে নেয়া হয়।
আরও দেখুন
বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …