নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১০ টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে সচেতন নাগরিক কমিটি-(সনাক)।
এ সময় মানবন্ধনে বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার হত্যার তীব্র নিন্দা এবং সারা দেশব্যাপী ছাত্রলীগের কর্মকান্ডের কঠোর সমালোচনা করে অবিলম্বে খুনীদের দৃষ্টান্তমমূলক শাস্তির দাবি জানান বক্তারা। বক্তারা বলেন,‘ এই হত্যাকান্ড একদিকে বাকস্বাধীনতার ওপর নিষ্টুরতম আঘাত এবং অন্যদিকে ছাত্র সংগঠণ তথা শিক্ষাজ্ঞণের ওপর দূর্বৃত্তায়িত অসুস্থ রাজনৈতিক প্রভাবের নিষ্ঠুর পরিণতি।’
ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন, সনাক সভাপতি সাইফুল ইসলাম রেজা, সহ-সভাপতি উম্মে সালমা হ্যাপি ও রায়হানুল ইসলাম লূনা; সনাক সদস্য সেলিনা বেগম ও গৌরি চন্দ সেতু; স্বজন সম্বন্বয়কারী এনামূল হক ও ইয়েস দলনেতা আবুল বাশার প্রমুখ।
আরও দেখুন
মিথ্যা মামলা থেকে খালাস বাগাতিপাড়ার দুই সাংবাদিক
নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় মারামারি ও চাঁদাবাজির মিথ্যা মামলা থেকে খালাস পেলেন দুই সাংবাদিক। রবিবার …