সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / আফগান নারীদের উপর নির্যাতনের প্রতিবাদে বাগাতিপাড়ায় মানববন্ধন

আফগান নারীদের উপর নির্যাতনের প্রতিবাদে বাগাতিপাড়ায় মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
আফগানিস্থানে তালেবান সরকার প্রতিষ্ঠা হওয়ার পর নারীদেরকে অবরুদ্ধ করে রাখাসহ নানাবিধ নির্যাতনের প্রতিবাদে চলমান আন্দোলন সংগ্রামের প্রতি সংহতি জানিয়ে নাটোরের বাগাতিপাড়ায় মানববন্ধন করেছে ভূমিহীন সংগঠন। শনিবার সকালে বেসরকারি সংস্থা ‘নিজেরা করি’র সহযোগিতায় উপজেলার বিহারকোল বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শতাধিক নারী পুরুষ অংশগ্রহন করে।

জানা যায়, আফগানিস্থানে তালেবান সরকার প্রতিষ্ঠা হওয়ার পর নারীদেরকে অবরুদ্ধ করে রাখা, নির্যাতন, প্রকাশ্যে চলাফেরা নিষেধ, নারী শিক্ষা বন্ধ, জোর করে আফগান নারীদের বিয়ের প্রতিবাদে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত থেকে মানববন্ধনে বক্তব্য রাখেন, নিজেরা করি সংগঠনের রাজশাহী বিভাগীয় সমন্বয়ক মামুনুর রশিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী, নিজেরা করি সংগঠনের অঞ্চল সমন্বয়ক তপন কুমার সরকার, সমাজকর্মী আরিফুর রহমান কনক, বাংলাদেশ গ্রাম থিয়েটারের ইলামিত্র অঞ্চলের সমন্বয়কারী মসগুল হোসেন ইতি, শিক্ষক রাশেদুল আলম রূপক, বাগাতিপাড়া ইউনিয়ন ভূমিহীন সমিতির কোষাধ্যক্ষ আদুরি রানী সরকার প্রমুখ।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …