নিজস্ব প্রতিবেদক:
আপনাদের ভালোবাসায় আমি সিক্ত। তাই আপনাদের ডাকে আমি বারবার ছুটে আসি। কথাগুলো বলেন নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী। আজ ২৪ ডিসেম্বর শুক্রবার বেলা এগারটার দিকে দৈনিক ইত্তেফাক এর ৬৯ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে কেক কাটা এবং সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি আরো বলেন আপনারা যতটা ভালোবাসা আমাকে দেন আমি তার প্রতিদান হিসেবে হয়তো কিছুই দিতে পারিনা তবুও আপনাদের পাশে থাকতে চাই।
নাটোর প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি ফরাজী রফিক আহমেদ বাবন এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক রমেন রায় বর্তমান সাধারণ সম্পাদক বাপ্পি লাহিড়ী প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র উমা চৌধুরী জানান, এখন পত্রিকা পাঠক সংখ্যা কমে গেছে ভার্চুয়াল জগতের কারণে। তবুও পুরাতন পাঠকরা ইতিহাস ঐতিহ্যের সাক্ষী দৈনিক ইত্তেফাক পড়ার কথা ভুলেন নি। তিনি সবাইকে আহ্বান জানান বেশি বেশি করে পত্রিকা পড়ার। সেইসঙ্গে দৈনিক ইত্তেফাকের সমৃদ্ধি কামনা করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাকের নাটোর প্রতিনিধি জাহিদুল ইসলাম ফরহাদ।
আরও দেখুন
সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের
নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …