বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / জাতীয় / আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও পদ্মা সেতুর খবর

আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও পদ্মা সেতুর খবর

নিউজ ডেস্ক:
উদ্বোধন হয়েছে  স্বপ্নের পদ্মাসেতু। ২৫ জুন শনিবার এই বিস্ময়ের স্বপ্নযাত্রা ও  উদ্বোধনের স্বাক্ষী হয়েছে পুরো বিশ্ব। দেশীয় সংবাদমাধ্যমের পাশাপাশি  বিষয়টি গুরুত্বসহকারে প্রকাশ করেছে বিদেশি সংবাদমাধ্যমগুলোও। 

সিঙ্গাপুরভিত্তিক দৈনিক দ্য স্ট্রেইট টাইমস শুক্রবার (২৪ জুন) পদ্মা সেতু নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তারা শিরোনাম করেছে , ‘বিদেশি ঋণের ফাঁদ, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা এড়িয়েছে বাংলাদেশের পদ্মা সেতু’।

মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক নিবন্ধের শিরোনাম ছিল পদ্মা সেতু- অসম্ভবকে সম্ভব করার এক রুপকথা

আরেক প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনের শিরোনাম ছিল ‘এক দশক আগে বিশ্বব্যাংককে চ্যালেঞ্জ করা সেতু উদ্বোধন করলো বাংলাদেশ

ভারতীয় সংবাদমাধ্যম আহমেদাবাদ মিররেও প্রকাশিত হয়েছে পদ্মা সেতু উদ্বোধনের খবর

মার্কিন বার্তা সংস্থা এসোসিয়েট প্রেস (এপি)  লিখেছে ‘বাংলাদেশের দীর্ঘতম সেতুর উদ্বোধন’  বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার দেশের দীর্ঘতম সেতুর উদ্বোধন করেছেন। রাজনৈতিক সংঘাত আর দুর্নীতির অভিযোগের মধ্যে ৮ বছরে এই সেতু তৈরি হয়। 

ফরাসি বার্তা সংস্থা এএফপি পদ্মা সেতুর উদ্বোধন নিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলেছে, দুর্নীতির অভিযোগ, মানব বলির গুজব ছড়িয়ে পিটুনির মাধ্যমে হত্যাকাণ্ডসহ নানা ঘটনা ঘটে বাংলাদেশে। শনিবার রাজধানী ঢাকার কাছে এ গুরুত্বপূর্ণ এ সেতুর  উদ্বোধন হয়েছে। 

আরও দেখুন

বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …