রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / আন্তর্জাতিক বিমানবন্দরে ১ হাজার পিস ইয়াবাসহ আটক ২

আন্তর্জাতিক বিমানবন্দরে ১ হাজার পিস ইয়াবাসহ আটক ২

মাদক বিরোধী অভিযানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ হাজার পিস ইয়াবা ও ১ লাখ টাকাসহ দুজনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। রবিবার (২১ জুলাই) বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহিরাঙ্গন থেকে তাদের আটক করা হয়েছে বলে জানান বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন।

আটককৃত দুজন হলো মো. সাইফুল (২৮) ও মোছা. মুন্নি (২৭)।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, রবিবার (২১ জুলাই) বিকাল সাড়ে ৫টার সময় বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহিরাঙ্গন থেকে আটক করা হয় সাইফুলকে। সে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। পরে সেখানে মুন্নি আসে। জিজ্ঞাসাবাদে সাইফুল তার কাছে ইয়াবা থাকার কথা স্বীকার করে। তার পায়ুপথ থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। মুন্নির কাছে পাওয়া যায় ৯৬ হাজার ৯০০ টাকা। জিজ্ঞাসাবাদে মুন্নি স্বীকার করেছে, মাদক কেনার জন্য সে এই টাকা এনেছিল। সে মিরপুরের মনিপুরের মাইকওয়ালা মসজিদের পিছনে বারেক মোল্লা মোড়ের একটি বাসায় ভাড়া থাকে।

দুজনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরও দেখুন

নাটোরে ধর্ষণ চেষ্টায় ১ জনের আটকাদেশ

নিজস্ব প্রতিবেদক: নাটোর সদর থানার লক্ষিপুর খোলাবাড়িয়া এলাকায় শিশু(০৭) কে ধর্ষন চেষ্টায় আব্দুর রহমান(১৭)কে ১০ …