বৃহস্পতিবার , এপ্রিল ১০ ২০২৫
নীড় পাতা / জাতীয় / আন্তর্জাতিক প্রো-কার্ড অর্জন বাংলাদেশের

আন্তর্জাতিক প্রো-কার্ড অর্জন বাংলাদেশের

এক টুর্নামেন্টেই দারুণ অর্জন বাংলাদেশ শরীরগঠন ফেডারেশনের। থাইল্যান্ডে অনুষ্ঠিত আইএফবিবি প্রো-লিগ সিজিওনাল ও প্রো- কোয়ালিফায়ার প্রতিযোগিতায় পাঁচটি স্বর্ণসহ ১৫টি পদক জিতে প্রো-কার্ড অর্জন করেছে বাংলাদেশ। এছাড়া সাতটি রৌপ্য ও তিনটি ব্রোঞ্জপদকও জেতেন বাংলাদেশের শরীরগঠনবিদরা। এর ফলে আন্তর্জাতিক অঙ্গনে পেশাদার শরীরগঠনে নিয়মিত অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করলো বাংলাদেশ। ১৮ ও ১৯ নভেম্বর ব্যাংককের আভানি সুখমভিত হোটেলে অনুষ্ঠিত টুর্নামেন্টের ক্লাসিক ফিজিকে বাংলাদেশের আনোয়ার হোসেন স্বর্ণপদক জিতে প্রথম প্রো-কার্ড অর্জন করেন। এরপর মেন্স ফিজিকে নভিস সি ও নভিস বডিবিল্ডিং লাইট হেভিওয়েট ক্যাটাগরিতে স্বর্ণপদক জেতেন রায়হানুর রহমান। ব্যান্টামওয়েট (প্রো-কোয়ালিফায়ার) তানিম ইসলাম ও মেন্স ফিজিক নভিস সি ক্যাটাগরিতে শাকের উদ্দিন শাওন স্বর্ণপদক জিতে নেন। মেয়েদের মধ্যে বিকিনি জুনিয়রে অহনা রহমান রুপা ও জুনিয়র ক্যাটাগরিতে ব্রোঞ্জ পান। সুস্মিতা রেজা বিকিনির তিনটি ইভেন্টে দুটি রুপা ও একটি ব্রোঞ্জ জেতেন।

আরও দেখুন

৫২ বছর বয়সে এসএসসি পরীক্ষা দিচ্ছেন দুলু

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, বাগাতিপাড়ায় ৫২ বছর বয়সে এবারের চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ইউপি সদস্য …