নিউজ ডেস্ক:
জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পুরস্কার জিতেছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) এবং এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শামসুন নাহার বেগম।গতকাল সোমবার কৃষি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আইএইএ’র ‘আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ পেয়েছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট। একই সঙ্গে বিনার বিজ্ঞানী প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা শামসুন নাহার বেগম পেয়েছেন উইমেন ইন প্ল্যান্ট মিউটেশন ব্রিডিং অ্যাওয়ার্ড।
প্ল্যান্ট মিউটেশন ব্রিডিং ও রিলেটেড বায়োটেকনোলজিতে অবদানের জন্য এ পুরস্কার দিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা।আগামী সেপ্টেম্বরে আইএইএ’র সাধারণ অধিবেশনে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তুলে দেয়া হবে।