মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জাতীয় / আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস আজ

আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস আজ

নিউজ ডেস্ক:
আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস আজ। এবারের ইউএন জাতিসংঘ পুরস্কার অর্জন করায় পাবলিক সার্ভিস দিবস বাংলাদেশের জন্য এক ভিন্ন মাত্রার। আজ সন্ধ্যা ৭টায় (যুক্তরাষ্ট্র ইএসটি সকাল ৯টা) জাতিসংঘ ভার্চুয়াল অনুষ্ঠানের মধ্যে দিয়ে ‘ইউনাইটেড নেশনস পাবলিক সার্ভিস দিবস’ উদযাপন করবে।

এবারের প্রতিপাদ্য করোনা মহামারী প্রতিক্রিয়াতে সরকারি কর্মচারীদের সম্মান জানানো। প্রতিবছর এই দিনকে সামনে রেখে জাতিসংঘ ‘ইউনাইটেড নেশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড’ প্রদান করে ৭টি ক্যাটাগরিতে। পাবলিক সার্ভিসকে বেছে নিতে উৎসাহিত করার উদ্দেশে জাতিসংঘের ঘোষণা অনুযায়ী প্রতি বছর এ দিবস পালিত হয়ে আসছে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারের বিভিন্ন সংস্থার নানা ধরনের কর্মসূচির মধ্য দিয়ে দেশব্যাপী দিবসটি পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে প্রেসিডেন্ট আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …