শুক্রবার , ডিসেম্বর ২৭ ২০২৪
নীড় পাতা / জাতীয় / আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে বিদেশে রেমিট্যান্স পাঠানো যাবে

আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে বিদেশে রেমিট্যান্স পাঠানো যাবে

নিউজ ডেস্ক:
আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে রেমিট্যান্স প্রেরণের ব্যবস্থা করলো বাংলাদেশ ব্যাংক। বর্তমান ব্যবস্থায় অনুমোদিত ডিলার ব্যাংক সুইফট মেসেজের মাধ্যমে বৈদেশিক লেনদেন করে থাকে। অপরদিকে এক্সচেঞ্জ হাউজের মাধ্যমে প্রবাসী আয় দেশে আসে। নতুন পদ্ধতির মাধ্যমে অনুমোদিত ডিলার ব্যাংক নিজের নামে আন্তর্জাতিক রেমিট্যান্স কার্ড ইস্যু করতে পারবে। এ কার্ডের মাধ্যমে কয়েকটি খাতে ইন্টারনেটের মাধ্যমে রেমিট্যান্স বিদেশে প্রেরণ করা যাবে। যার মধ্যে—তথ্যপ্রযুক্তি খাতের ব্যয়, সদস্য ফি, ভর্তি ফি, শিক্ষা/চিকিত্সা ব্যয়, ভিসা ফি, প্রশিক্ষণ ফি প্রভৃতি রয়েছে। গতকাল সোমবার এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

বাণিজ্যিক ব্যাংকের ডিজিটাল পেমেন্ট বিভাগের সঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছেন, কার্ডের মাধ্যমে রেমিট্যান্স প্রেরণ করা হলে প্রেরণ কার্যক্রমে বিভিন্ন নস্ট্রো হিসাবের সহায়তা ছাড়াই কার্ড পরিশোধ নিষ্পত্তি কার্যক্রমের আওতায় সংশ্লিষ্ট লেনদেন সহজে এবং স্বল্প ব্যয়ে সম্পাদন হবে।

আরও দেখুন

বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …