শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / আন্তর্জাতিক অর্থোপেডিক অ্যাসোসিয়েশনে নাটোরের সন্তান ডাক্তার দিবাকর

আন্তর্জাতিক অর্থোপেডিক অ্যাসোসিয়েশনে নাটোরের সন্তান ডাক্তার দিবাকর

নিজস্ব প্রতিবেদক:
মেধা, যোগ্যতা ও নিরলস শ্রমে তারুণ্যেই বহু অর্জনকে নিজের করে নিয়েছেন নাটোরের গর্ব ডা. দিবাকর সরকার। সম্প্রতি তিনি দুই বছরের জন্য এশিয়া প্যাসিফিক অর্থোপেডিক অ্যাসোসিয়েশন (এপিওএ)-এর যুব সার্জন ফোরামের সদস্য নির্বাচিত হয়েছেন। ১৮টি দেশ নিয়ে গঠিত এই ফোরামে আগামী দুই বছর তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আর্থোপেডিক সার্জনদের এই আঞ্চলিক সংস্থাটি এ অঞ্চলের চিকিৎসকদের শিক্ষা, গবেষণা এবং উচ্চতর প্রশিক্ষণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো সদস্য দেশগুলিতে প্রচার, উৎসাহ তৈরি ও সহায়তা করার উদ্দেশ্যে ১৯৬২ সালে যাত্রা শুরু করে। ওয়েস্টার্ন প্যাসিফিক অর্থোপেডিক সমিতি হিসেবে শুরু করা সংস্থাটি, ২০০০ সালে নাম পরিবর্তন করে হয় এশিয়া প্যাসিফিক অর্থোপেডিক অ্যাসোসিয়েশন।

বর্তমানে এপিওএ’র ৪০টিরও বেশি দেশ ৫৯ হাজারের অধিক সদস্য রয়েছে। দেশের প্রতিনিধিত্ব করার সম্মানজনক এই সুযোগ পাওয়ায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে ডা. দিবাকর সরকার বলেন, প্রথমবারের মতো আন্তর্জাতিক অর্থোপেডিক চিকিৎসকদের প্ল্যাটফর্মে দেশের প্রতিনিধিত্ব করার বিষয়টি আমার জন্য আনন্দের, বড় দায়িত্বও বটে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের দেশের চিকিৎসাব্যবস্থায়, বিশেষ করে অর্থোপেডিক চিকিৎসাসেবায় আরও উন্নত প্রযুক্তির ব্যবহার ও নতুন চিকিৎসা পদ্ধতির সংস্পর্শে আসার দ্বার উন্মোচিত হল। আমরা চাইলেই এখন বিশ্ব চিকিৎসা ব্যবস্থায় নতুন নতুন প্রযুক্তির যে ব্যবহার হচ্ছে, খুব সহজেই আমাদের দেশেও তার প্রয়োগ করতে পারবো। ডা. দিবাকর সরকার বর্তমানে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন। শত ব্যস্ততার মাঝেও তিনি প্রতি শুক্রবার নাটোরের রোগীদের সেবা দিচ্ছেন। ডাক্তার দিবাকরের এই অর্জনে নারদ বার্তার পক্ষ থেকে অভিনন্দন।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …