মঙ্গলবার , নভেম্বর ৫ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / আনুষ্ঠানিকতা ছাড়াই চাঁপাইনবাবগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

আনুষ্ঠানিকতা ছাড়াই চাঁপাইনবাবগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জঃ

করোনার ভাইরাসের সংক্রমন এড়াতে কোন ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

আজ বৃহস্প্রতিবার সকাল সাড়ে ৯ টার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অস্থায়ী মুজিব মঞ্চে জাতীয় সংঙ্গীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক এজেডএম নুরুল হক। এ সময় জাতীয় পতাকার প্রতি সালাম জানিয়ে সম্মান প্রদর্শন করেন জেলা পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব।

এ সময়  অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ শংকর কুমার কুন্ডু, বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোটেক আব্দুস সামাদসহ প্রশাসেনর বিভিন্ন স্তরের কর্মকতা-কর্মচারী ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।

করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে ও জনসচেতনতায় সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক জানান, মহান মুক্তিযুদ্ধে আমরা পাক হানাদার বাহিনীকে হারিয়ে স্বাধীনতা অর্জন করেছি। এবার আমাদের যুদ্ধ করোনা ভাইরাসের বিরুদ্ধে। সবার সম্মিলিত প্রচেষ্টায় এবারও এই যুদ্ধে আমরা জয়লাভ করবো।’

এদিকে দিবসটি উপলক্ষে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সকাল সাড়ে আটটায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদ আব্দুর ওদুদ। এ সময় জনা কয়েক দলীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

আরও দেখুন

সিংড়ায় কৃষি উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক সিংড়া ,,,,,,,,,,,নাটোরের সিংড়া উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে …