রবিবার , অক্টোবর ৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / আধুনিক ও নিরাপদ শহর গড়ে তুলবো – সম্ভাব্য মেয়র প্রার্থী গোলাম কবির

আধুনিক ও নিরাপদ শহর গড়ে তুলবো – সম্ভাব্য মেয়র প্রার্থী গোলাম কবির


নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
আসন্ন নাটোরের সিংড়া পৌরসভা র্নিবাচনে আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী গোলাম কবির। বুধবার বিকেলে তাঁর শত শত কর্মী সমর্থকদের নিয়ে শহরে মিছিল ও গনসংযোগ করেন তিনি।

এ সময় তিনি বলেন, আমি পৌর শহরের ব্যবসায়ীকদের বৈঠক করেছি। তাদের ঘর থেকে মাল বিক্রয় করলে ক্রেতা-বিক্রেতার কাছে যে পরিমান খাজনা আদায় করা হয় বাংলাদেশের কোথায়ও এতো বেশি খাজনা আদায় হয় না। মেয়র নির্বাচিত হলে অতিরিক্ত খাজনা আদায় বন্ধ করা হবে।

মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী গোলাম কবির আরো বলেন, আমি ৩৫ বছর ধরে দলের সাথে জড়িত আছি। ১৯৮৫ সালে উপজেলা ছাত্রলীগের সভাপতি ছিলাম। এর পর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছি। দলের দুর্দিনে ছিলাম। বর্তমান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি অনেক জনসভায় আমার দুর্দিনে দলে শ্রম দেওয়ার কথা উল্লেখ করেছে। অতিতের সকল দু:সময়ে আমি পাশে ছিলাম, থাকবো। গোলাম কবির বলেন,আমার পৌর এলাকার ৪ নং ওর্য়াডে শিক্ষার উন্নয়নের কথা চিন্তা করে আমার পিতার নামে স্কুল প্রতিষ্ঠা করেছি। যেখানে শত শত শির্ক্ষাথী পড়া-লেখার সুযোগ পাচ্ছে। আমি অতিতে আমার এলাকার গরিব-দুঃখি অসহায় মানুষের পাশে ছিলাম এখনো আছি। ১৯৯৮ সালের বন্যায় ক্ষতিগ্রস্থদের আমার ব্যক্তিগত তহবিল থেকে ত্রাণ দিয়েছি। সবসময় অসহায়দের পাশে ছিলাম। এবার আমাকে দল থেকে মনোনয়ন দিলে এবং সকলের দোয়ায় মেয়র র্নিবাচিত হলে আমি গরীব-দুঃখী, অসহায় মানুষের সেবা করার পাশাপাশি সিংড়াকে আধুনিক, নিরাপদ পৌর শহর হিসাবে গড়ে তুলবো। সিংড়ার মানুষের মৌলিক চাহিদা এবং প্রত্যাশা পুরন করা হবে বলে তিনি অঙ্গিকার ব্যক্ত করেন। রাজু আহমেদ ২১/১০/২০

আরও দেখুন

সিংড়ায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

    নিজস্ব প্রতিবেদক: নাটোরের সিংড়ায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। রোববার (৬ …