নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,,১৭ বছর বিএনপি’র কর্মীরা কষ্ট করেছে এমন কোন নেতাকর্মী নাই যার শরীরে ক্ষত চিহ্ন নেই। আমাদের শিক্ষার্থীরা ছাত্রদল করার কারণে চাকরি পর্যন্ত পায়নি। ওবায়দুল কাদের বলেছিলেন ক্ষমতার পাতা বদলে ৫ লক্ষ লোক মারা যাবে, যেতোও তাই। কিন্তু আমাদের নেতা তারেক রহমান বলেছেন কারো উপর হামলা করা যাবে না।
মঙ্গলবার(১৮ ফেব্রুয়ারি) দুপুরে শহরের আলাইপুরে অনিমা চৌধুরী অডিটোরিয়ামে নবগঠিত জেলা বিএনপির আহ্বায়ক কমিটির পরিচিতি ও কর্মি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আব্দুস সালাম আরো বলেন, আমাদের কর্মীরা না খেয়ে রয়েছে তাও আওয়ামী লীগের ওপর থাবা দেয়নি। তারেক রহমান নির্দেশ— দুর্নীতিবাজ, চাঁদাবাজ, হাইজ্যাকারের সাথে, দখলদারদের সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই। কেননা বিএনপি’র জন্ম-ই হয়েছে রিলিফ চোর, ভোট চোর, কম্বল চোরদের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য।
আব্দুস সালাম বলেন, যারা জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বদান্যতায় রাজনীতি করে আজকে অনেক উপরে উঠেছেন তারাও দেখছি বিএনপির সমালোচনা করছেন। কিন্তু আমার নেতা তারেক রহমান তাদের সমালোচনা করে না, আমরাও করি না। আমরা বলি কোন বিভেদ সৃষ্টি করবেন না। এই দেশ এবং গণতন্ত্রকে যদি রক্ষা করতে হয় আন্দোলনকারী সকল শক্তির ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ এই লড়াইটা শুধু দেশের লড়াই না, আন্তর্জাতিকভাবেও লড়াই। কাজেই আধিপত্যবাদী শক্তিকে যদি মোকাবেলা করতে হয় ঐক্যের বিকল্প নেই।
তিনি বলেন, আমরা দাবি করি শহীদ জিয়ার কর্মী আমরা। অথচ তিনি শহীদ হওয়ার আগে ঢাকায় তার কোন বাড়ি ছিল না, ব্যাঙ্ক ব্যালেন্স ছিল না। আর শেখ মুজিব তার পরিবারের জন্য ৩২ নম্বরে রেখে গেছেন সোনার মুকুট। হাসিনা ব্যঙ্গাত্মক কথা বার্তা বলতো। সেজন্য পেছনের দরজা দিয়ে এক কাপড়ে পালিয়ে যেতে হয়েছে। বাংলাদেশে গনতন্ত্র ফিরিয়ে দিয়েছে বিএনপি , সাধারণ মানুষের মুখে হাসি ফুটিয়ে বিএনপি। তাই সাধারণ মানুষের দোয়া ও ভালোবাসা নিয়ে আগামীর প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান।
পরিচিতি ও কর্মি সভা অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালাকদার দুলু।উদ্বোধনকালে রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, বাংলাদেশের নির্বাচনকে কিভাবে দীর্ঘায়িত করা যায় সেই ষড়যন্ত্র হচ্ছে। কেননা সুষ্টু নির্বাচন হলে বিএনপি ২০০ আসনের ও বেশি আসন পাবেন। আগামী নির্বাচনে বিজয়ী হলে জাতীয় সরকার গঠনের প্রতিশ্রুতি দিয়েন আমাদের নেতা তারেক রহমান।
দুলু আরও বলেন, বিগত ৪৬ বছর দলের নেতাকর্মীদের দুঃখে কষ্টে পাশে থেকেছি একদিনের জন্যও ছেড়ে যায়নি। আওয়ামী লীগের আমলে শেখ হাসিনা সরাসরি নাটোর নিয়ন্ত্রণ করতো। হাসিনার নির্দেশ-দুলুকে যেকোনো মূল্যে সাইজ করতে হবে। অথচ দলের সুদিনে যাদের বিগত সময়ের আন্দোলন সংগ্রামে দেখা যায়নি এমন সুযোগ সন্ধানি অনেকে দলে আসার অপচেষ্টা চালাচ্ছেন। তাদের অপচেষ্টা নাটোরের জনগণ রুখে দিবে।
জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজের সভাপত্বিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী গোলাম মোর্শেদ, নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, ফারজানা শারমিন পুতুলসহ নবগঠিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।